ভারতে কলেজের প্রিন্সিপাল হলেন হিজড়া


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৭ মে ২০১৫

ভারতে এই প্রথম একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি একটি সরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিতে চলেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এই সম্মান অর্জন করেছেন পশ্চিমবঙ্গের মানবী বন্দ্যোপাধ্যায়।

মানবী বন্দ্যোপাধ্যায়ের আগে তৃতীয় লিঙ্গভুক্ত কেউই ভারতে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হননি। কিন্তু সেই ঐতিহ্য ভেঙে মানবী বন্দ্যোপাধ্যায় আগামী ৯ জুন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেবেন।

মানবী বন্দ্যোপাধ্যায় অবশ্য বহুদিন ধরেই ওই রাজ্যের ঝাড়গ্রামে আর একটি সরকারি কলেজে অধ্যাপনা করছেন বলে জানা গেছে।

এছাড়া রাজ্যের তৃতীয় লিঙ্গভুক্তদের অধিকার অর্জনের আন্দোলনেও তিনি একজন পরিচিত মুখ, বিভিন্ন সময়ে তাকে সেই আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকায় দেখা গেছে।

জানা যায়, সম্প্রতি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের পদটি খালি হলে মানবী বন্দ্যোপাধ্যায় সেই পদের জন্য আবেদন করেন, এবং তারপর নিয়মমাফিক নির্বাচন প্রক্রিয়ার শেষে তিনি ওই চাকরির জন্য মনোনীত হন।

মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, এই পদে নিযুক্ত হলে তিনিই হবেন সারা দেশে কোনো কলেজের প্রথম তৃতীয় লিঙ্গভুক্ত প্রিন্সিপাল, যদিও চাকরিটা নেওয়ার আগে এমন কোনো ভাবনা তার মাথায় আদৌ কাজ করেনি।

তিনি আরো বলেন, ‘কৃষ্ণনগরে বদলি হলে নৈহাটিতে আমার ৯২ বছর বয়সী অসুস্থ বাবার দেখাশুনো করা সহজ হবে চাকরিটা নেওয়ার পেছনে সেটাই ছিল আমার প্রধান উদ্দেশ্য।’

তবে মানবী বন্দ্যোপাধ্যায়ের এই অর্জনকে ভারতের তৃতীয় লিঙ্গভুক্তরা অনেকেই স্বাগত জানিয়েছেন। এই উদাহরণ তৃতীয় লিঙ্গের অনেকের জন্য নতুন নতুন সুযোগ উন্মুক্ত করতে পারে বলেও  আশা করছেন অনেকে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।