ইংলিশ দলের কোচ হলেন বেলিস


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৭ মে ২০১৫

বিশ্বকাপে ইংল্যান্ড দলের বাজে পারফরম্যান্সে কারণে প্রধান কোচের পদ থেকে পিটার মুরচকে ছাটাই করে ইসিবি। এরপর,থেকে কুক,বেলদের প্রধান কোচ খুঁজতে থাকে ইংল্যান্ড। অবশেষে সব গুঞ্জনকে মিথ্যা করে শেষ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিস। খবরটা নিশ্চিত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট ক্রিকেট বোর্ড-ইসিবি।

ইংলিশ ক্রিকেট পাড়ায় বেশ জোড়ে শোরেই শোনা যাচ্ছিলো অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপির নাম । কিন্তু,সব কিছু যাচাই বাছাই শেষে অ্যান্ড্রু স্টাউসের বেশ মনে ধরে অভিজ্ঞ অজি কোচ ট্রেভর বেলিসকে।

এর আগে,শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন বেলিস। এছাড়াও,আইপিএল-এর দল কলকাতাকেও কোচিং করিয়েছেন বেলিস। সব কিছু ঠিক থাকলে,এ বছরের জুলাইয়ে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বেলিসের ইংলিশ দিক্ষা মিশন।

এছাড়াও,তার সামনে বড় চ্যালেঞ্জ থাকছে,ইংলিশদের হোম কন্ডিশনে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ বিশ্বকাপ।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।