ভিডিও বার্তায় যা বললেন মুশফিক


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৬ মে ২০১৫

আজকাল আন্তর্জাতিক ক্যারিয়ারে দশ বছর কাটিয়ে ফেলা তেমন কোনো বড় ঘটনা নয়। হরহামেশাই এমনটা হচ্ছে। তবে, হচ্ছেও তো না! আবার, মুশফিক সেই দেশের ক্রিকেটার, যে দেশটার টেস্ট ক্রিকেটে বয়সই হয়েছে মাত্র ১৫ বছর। সেখানে দশ বছর কাটিয়ে দেওয়া আদতেই বড় অর্জন!
 
ক্যারিয়ারের এই মাহেন্দ্রক্ষণে মুশফিক ফেসবুকের অফিসিয়াল পেজে একটি ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকের প্রতি।

তিনি বলেছেন, `আজকের এই দিনে ১০ বছর আগে বাংলাদেশের হয়ে আমার অভিষেক হয়েছিল। এটা এক দীর্ঘ যাত্রা। মনেপ্রাণে চেষ্টা করেছি ভালো কিছু করতে। এ যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য বাবা-মা, ভাইবোন ও পরিবারের সদস্যদের জানাই ধন্যবাদ।

আমার বন্ধু বগুড়া, বিকেএসপি, জাহাঙ্গীরনগরে যারা ছিল, তাদের বিশেষ ধন্যবাদ। কোচ-শিক্ষকরা যারা ছিলেন, তাদের ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ বাংলাদেশের মানুষদের, যারা সবসময় আমার এবং আমাদের দলের সঙ্গে ছিলেন। এভাবেই আমাদের সমর্থন করতে থাকুন। ইনশাল্লাহ আমরা এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব।`



এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।