রোববার ফিরছেন বাদল রায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২২ জুলাই ২০১৭

সাবেক তারকা ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রোববার দেশে ফিরছেন। বাংলাদেশ আওয়ামী লিগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ জাগো নিউজকে বলেছেন, ‘গাফফার (আরেক সাবেক ফটবলার) সিঙ্গাপুর গেছেন বাদলকে আনতে।’ তারা রোববার রাত ৯ টার দিকে ঢাকায় পৌঁছবেন।’

বাদল রায় ৬ জুন রাতে নিজ বাসায় মস্তিস্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু অবস্থা অবনতির দিকে গেলে প্রধানমন্ত্রী শেখ হাাসিনা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে গ্রিনেগেলস হাসপাতালে তার মস্তিস্কে দুইবার সফল অস্ত্রপচার হয়। বাদল রায় এখন পুরোপুরি সুস্থ।

আরআই/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।