সামারাভিরাকে বিদায় বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২০ জুলাই ২০১৭

গত বছর আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় থিলান সামারাভিরাকে। সাকিব-মুশফিকদের ব্যাটিং নিয়ে কাজ করেন তিনি। এরপর তার সঙ্গে চুক্তি হয়। মেয়াদ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

সেই চুক্তি শেষ হওয়ার পর ক্রিকেটারদের কাছ থেকে জানতে চাওয়া হয় সামারাভিরা সম্পর্কে। তার আলোকেই নাকি  শ্রীলঙ্কার সাবেক টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মানে, লঙ্কান গ্রেটকে বিদায় নিতে হচ্ছে।

এবার নতুন কাউকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে বিসিবি। সামারাভিরার স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মার্ক ও’নিলের নামটাই শোনা যাচ্ছে জোরেশোরে।

সামারাবিরার চুক্তির মেয়াদ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘এই লঙ্কানের সঙ্গে আমাদের চুক্তি ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু এখন আর তার সঙ্গে কোনো চুক্তি নেই।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।