সাদুল্যাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৫ মে ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব সোমবার দুপুর ১টা থেকে অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করেন।

সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের উদ্দিন সরকার জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের নির্ধারিত ৮ শতাংশ জায়গা দীর্ঘদিন ধরে আবু মিয়া নামে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আবু মিয়াকে একাধিকবার দোকান ঘর সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি দোকানগুলো না সরালে অভিযান চালানো হয়।
 
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, মৌখিকভাবে নির্দেশ দেওয়া সত্ত্বেও দোকানগুলো উচ্ছেদ না করায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।