টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৪ মে ২০১৫

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের ২য় ও শেষ টি-২০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে ১ উইকেটে সফরকারীদের সংগ্রহ ৯৩ রান। সিবান্দা ৩৬ আর উইলিয়ামস ১৯ রান নিয়ে ব্যাট করছেন। আউট হওয়ার আগে মাসাকাদজা করেন ৩৯ রান।

এর আগে ৬ বছর পর নিজেদের মাটিতে ক্রিকেট ফেরার পর সিরিজের প্রথম টি-২০ ম্যাচের শেষ ওভারে গিয়ে দারুণ এক জয় পায় পাকিস্তান। আর এই ম্যাচে জিতে টি-২০ তে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে মরিয়া আফ্রিদির দল।

তবে, দ্বিতীয় টি-২০ এর আগে স্বাগতিকদের ভাবাচ্ছে দ্রুত উইকেট পতন। কারণ, প্রথম ম্যাচে ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদ ১৪১ রান তোরার পরেও, দ্রুতই পাঁচ ব্যাটসম্যানকে হারালে, সহজ ম্যাচ কঠিন করে জিতে পাকিস্তান।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া সফরকারীরা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।