অধিনায়কত্ব ছাড়লেন জর্জ বেইলি


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন কারো নেতৃত্বে দলকে প্রস্তুত করতে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জর্জ বেইলি। রোববার অস্ট্রেলিয়ার টি-টোয়োন্টি দলের নেতৃত্ব ছাড়ার ষোঘণা দেন জর্জ বেইলি।

এ সময় উত্তরাধিকারী হিসেবে ওপেনার ব্যাটসম্যান অ্যারেণ ফিঞ্চের নাম উল্লেখ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ২০১২ সালে দায়িত্ব নেন বেইলি। তার নেতৃত্বে মোট ২৮টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৪টি ম্যাচে জয় পায় অসিরা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বেইলির নেতৃত্বে ফাইনালে উঠেছিলো অসিরা। কিন্তু সর্বশেষ বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে সুবিধা করতে পারেনি বেইলির দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।