মামলা তুলে নিতে ধর্ষিতাকে হুমকি


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৪ মে ২০১৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধর্ষণের শিকার তরুণীকে মামলা তুলে নিতে ধর্ষক আনসার সদস্য বকুল সরকার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তাকে হুমকি দিচ্ছে ধর্ষক।

রোববার সকালে ঢামেক পুলিশ ক্যাম্প কর্মকর্তার সামনেও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঢামেক সূত্রে জানা যায়, রোববার হুমকির বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হকের সঙ্গে কথা বলতে যান ভুক্তভোগী। কথার এক পর্যায়ে ফোন বেজে উঠে। এসময় লাউড স্পিকারে কথা বলেন ওই তরুণী।

এসময় মোবাইলের অপর প্রান্ত থেকে ধর্ষক বকুল বলে, ‘আমার নামে মামলা দিয়ে আমার ক্ষতি করেছো। চাকরি চলে গেলে তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে ডেমরাঁ আমার ভাইয়ের স্টাফ কোয়ার্টারে আসো। পুলিশকে জানিও না। বেশি বাড়াবাড়ি করলে তুমি মরবে, আর আমি জেলে যাবো’। ঢামেক পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার ঢামেকে কর্মরত আনসার সদস্য বকুলের (২৫) বিরুদ্ধে শাহবাগ থানায় ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন মেডিকেলে ভর্তি এক রোগীর মেয়ে (২০)। মামলার পর থেকে পলাতক রয়েছে আনসার সদস্য বকুল।

ঢামেক সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ওই রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। এরপর রোগীর সঙ্গে থাকা তার মেয়ের সঙ্গে সেখানে কর্মরত বকুল সরকার নামে এক আনসার সদস্যের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বকুল। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে শাহবাগ থানায় ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী।

জেইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।