ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে আজ
অনেকটা নিয়মরক্ষার ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটি মৌসুম। শেষ রাউন্ডের খেলার আগে ইংল্যান্ডের গণমাধ্যমে নেই তেমন উত্তেজনা। কারণ এরই মধ্যে তো শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। নির্ধারিত হয়ে গেছে শীর্ষ চারে থাকছে কোন ক্লাবগুলো।
তবে পয়েন্ট টেবিলের নিচের সারির বেশ কয়েকটি ক্লাবের জন্য শেষ ম্যাচটি বাঁচা-মরার। এরই মধ্যে বার্ণালি ও কুইন্স পার্ক রেঞ্জার্সের অবনমন নিশ্চিত হয়েছে। আর প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার শঙ্কায় নিউক্যাসল ইউনাইটেড ও হাল সিটি। ৩৭ ম্যাচ শেষে ক্লাব দুটির সংগ্রহ যথাক্রমে ৩৬ ও ৩৪ পয়েন্ট। তাই প্রিমিয়ার লিগে টিকে থাকতে,ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের বিকল্প নেই টুন আর্মি খ্যাত নিউক্যাসলের।
অন্যদিকে হাল সিটির প্রতিপক্ষ শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের বিপক্ষে গত ৪০ বছর কোনো ম্যাচ না জেতায়,স্টিভ ব্রুসের দলের জন্য অবনমন এড়ানোটা বেশ কঠিনই হবে। কেননা তারকা ফুটবলারদের নিয়ে দল গড়েও,৪র্থ স্থানে থাকা ম্যান ইউনাইটেড নিশ্চয়ই চাইবে জয় দিয়ে মৌসুম শেষ করতে।
এদিকে লিভারপুলের জার্সি গায়ে এই ম্যাচেই শেষবারের মত মাঠে নামতে যাচ্ছেন মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। প্রিয় ক্লাবের হয়ে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্টোক সিটি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা না থাকলেও, স্টারিজ-হেন্ডারসন-স্টারলিংরা নিশ্চয়ই চায় ব্রিটানিয়া স্টেডিয়ামে জয় তুলে নিয়ে,জেরার্ডের বিদায় বেলাটা স্মরণীয় করে রাখতে।
এমআর/পিআর