রংপুরে ঝড়ে নিহত ১, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রংপুরে উত্তম, টার্মিনাল, মর্ডাণ, দর্শনা, সাতমাথা, পীরগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, মিঠাপুকুর, বদরগঞ্জসহ সদরের বিভিন্ন গ্রাম ঝড়ের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রংপুরের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ও বাড়িঘর ভেঙ্গে রংপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শহর এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আতিকুর রহমান জানান, রংপুরের উত্তর পূর্ব কোন থেকে শুরু হওয়া ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার।
এদিকে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় একটি অটো রিক্সার ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় কাউনিয়ার মাীরবাগ এলাকার এক অটোযাত্রী নিহত ও আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছন ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। তবে হতাহততের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।
রংপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, ঝড়ে বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙ্গে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের লোকজন গাছ অপসরণের কাজ করছেন। নগরীর কোথাও বিদ্যুৎ সংযোগ নেই বলেও তিনি নিশ্চিত করেন।
জিতু কবর/আরএস