রিয়েল মাদ্রিদের আয় ৬০৩.৯ মিলিয়ন ইউরো
লা লিগার ক্লাব রিয়েল মাদ্রিদ এ বছর রেকর্ড পরিমাণ আয় করল৷ মোট আয়ের পরিমাণ ৬০৩.৯ মিলিয়ন ইউরো৷ ব্যালেন্স শিটে গত বছরে নেট আয় হয়েছে ৩৮.৫ মিলিয়ন ইউরো৷
ক্লাবের সভাপতি ফ্লোরেনটিনো পেরেজ ২০১৩-১৪ মরশুমের আয়-ব্যয়ের হিসাব পেশ করেছেন৷ তাতে দেখা গিয়েছে গত বছরের তুলনায় ক্লাবের আয় ১০.৯ শতাংশ বেড়েছে৷ গত দশ বছরে পরপর রেকর্ড আয় করছে মাদ্রিদের এই ক্ল্বাবটি৷ রিয়েলের আয় বিশ্বের যেকোনো ক্লাবের থেকে এখন বেশি ৷
২০১৩-১৪ মরশুমে কোচ কার্লো অ্যানসেলোত্তির কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়েছে৷ তারা চ্যাম্পিয়ন লিগ খেতাব জিতেছে৷ পাশাপাশি কোপা দে রে উয়েফা সুপার কাপও জিতেছে মাদ্রিদ৷ খেতাব জেতার পাশাপাশি ডি মারিয়া, জাভি অ্যালোন্সোর মতো ফুটবলারের ট্রান্সফার ফিও পেয়েছে রিয়েল৷ তাতেই ক্লাবের আয় এত বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে ৷