উইম্বলডন থেকে নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ এএম, ১১ জুলাই ২০১৭

উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন রাফায়েল নাদাল। ৪ ঘণ্টা ৪৮ মিনিটের ম্যাচে ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ গেমে তিনি হারেন লুক্সেমবার্গের ৩৪ বছর বয়সী জিলেস মুলারের কাছে। নাদাল বিদায় নিলেও শেষ আট নিশ্চিত করেছেন দুই সেরা তারকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। 

শেষ ষোলোর ম্যাচে প্রথম দুই সেট হারলেও পরের দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। কিন্তু পঞ্চম সেটে ১৫-১৩ গেমে নাটকীয়ভাবে হেরে আসর শেষ হয়ে গেছে স্প্যানিশ এই তারকার। চার ঘন্টা ৪৭ মিনিটের দীর্ঘ ম্যাচে শুধু পঞ্চম সেটটি শেষ হতেই সময় লাগে দুই ঘণ্টারও বেশি।

এদিকে নাদালের বিদায়ের দিনে শেষ আট নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। শেষ ষোলোর ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সুইস তারকা ফেদেরার। কোয়ার্টার ফাইনালে কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে খেলবেন সুইস এই তারকা।

অপর ম্যাচে ফ্রান্সের বেনোয়া পেরকে ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।। শেষ আটের ম্যাচে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মুখোমুখি হবেন আসরের বর্তমান এই চ্যাম্পিয়ন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।