শীর্ষে সাকিবই, স্টোকসকে হটিয়ে চারে মঈন


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১০ জুলাই ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মঈন আলি। ব্যাট হাতে দুই ইনিংস মিলে করেছেন ৯৪ রান (৮৭+৭)। আর বল হাতে নিয়েছেন ১০ উইকেট (৪+৬)। তার অসাধারণ নৈপুণ্যে প্রোটিয়াদের ২১১ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক বনে যান মঈন। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত এই পারফরম্যান্সের ফলও পেয়েছেন এই অলরাউন্ডার। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলেন তিনি।

ছয় নম্বর থেকে চারে উঠে আসলেন মঈন। তার সংগ্রহ ৩৮৪ রেটিং পয়েন্ট। স্বদেশি অলরাউন্ডার বেন স্টোকসকে পেছনে ফেলেছেন মঈন। স্টোকস নেমে গেছেন পাঁচে। এই পেস-অলরাউন্ডারের ঝুড়িতে জমা আছে ৩১৯।

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকার সংগ্রহ ৪৩১ রেটিং পয়েন্ট। সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডারের পুঁজি ৪২২। আর তৃতীয় স্থান অধিকারে রেখেছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তার ভাণ্ডারে জমা আছে ৪১৩।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।