শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা


প্রকাশিত: ০৮:০১ এএম, ১০ জুলাই ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলা হার্দিক পান্ডিয়া। এছাড়া দলে ফিরেছেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়।

গত নভেম্বরে প্রথমবারের মত টেস্ট দলে ডাক পান পান্ডিয়া। তবে কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে আর মাঠে নামা হয়নি এই তারকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্রামে থাকা রোহিত শর্মাও ফিরেছেন দলে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায় আসা করুণ নায়ার দল থেকে বাদ পড়েছেন।

এদিকে বোলিং বিভাগেও পুরো শক্তি নিয়ে ফিরছে ভারত। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন চার পেসার ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব। উল্লেখ্য ২৬ জুলাই গলে শুরু হবে প্রথম টেস্ট।

ভারত টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।