তামিমের ব্যর্থতার দিনে এসেক্সের হার


প্রকাশিত: ০৪:২২ এএম, ১০ জুলাই ২০১৭

দেশের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নেমেছিলেন তামিম। তবে নিজের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি এই ওপেনার। আর তার ব্যর্থতার দিনে কেন্টের কাছে ৭ উইকেটে হেরে গেছে তার দল।

টস জিতে ব্যাট করতে নেমে অ্যাডাম মিলনেকে লং অন দিয়ে ছক্কা মারলেন তামিম ইকবাল। কিন্তু দর্শকদের হতাশ হতে হলো পরের বলেই। কিউই ফাস্ট বোলারের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন তামিমের। আর মাত্র ৭ রানেই শেষ হলো তামিমের প্রথম ইনিংস।

তবে বরুন চোপড়ার ৪৭, রবি বোপারার ৪৫ আর অধিনায়ক রায়ান টেন ডেসকাটের ৩৮ রানের ওপর ভর করে ১৬৬ রানের লড়াকু পুঁজি গড়ে এসেক্স। কেন্টের হয়ে ৩৭ রানে ৩ উইকেট নেন জিমি নিশাম। আর মিলনে নেন ২ উইকেট।

১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেই শুরু থেকেই এসেক্সের বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন কেন্টের দুই ওপেনার ডেনিয়েল বেল-ড্রামন্ড এবং জো ডেনলি। শেষ পর্যন্ত ড্যানিয়েল বেল-ড্রামন্ডের অপরাজিত ৯০ রানের ওপর ভর করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় কেন্ট।

আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে খেলবে সমারসেটের বিপক্ষে খেলবে দুই ম্যাচ খেলে দুটিতেই হারা এসেক্স।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।