রামুর বিহারে ৩০টি বুদ্ধমূর্তি দিল শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৭:২১ পিএম, ২১ মে ২০১৫

রামুতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নিমাণ এবং উদ্বোধন উপলক্ষে শ্রীলঙ্কা ৩০টি বুদ্ধমূর্তি উপহার দিয়েছে। সম্প্রতি রামুর সীমা বিহারে এই মূর্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ৩০টি সমাধি বুদ্ধর মূর্তি বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয়া মহানায়ক থেরো’র হাতে সমর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার এজি আবেসেকারা।

শ্রীলঙ্কার ক্যান্ডির মাল্যত্ব ও আসগিরিয়া বিহারের মহা থেরোগণ, কেন্দ্রীয় প্রদেশের গভর্নর এবং সেদেশের শুভার্থীদের দেওয়া ১৭ লাখ শ্রীলঙ্কান রুপির সহায়তা ব্যয়ে এই বুদ্ধমূর্তিগুলো শ্রীলঙ্কা থেকে পাঠানো হয়েছে।

ফাইবার গ্লাস নির্মিত এই ৩০টি সমাধি বুদ্ধের মূর্তির ভাস্কর শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশি ভিক্ষু বি সঙ্ঘমিত্র।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।