ব্যাডমিন্টনে দুঃসংবাদ


প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৭ জুলাই ২০১৭

হঠাৎ করেই বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন থেকে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। সেটা নিজেদের গাফিলতির কারণেই। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন  নিয়মিতই আয়োজন করে থাকে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এবার সে আসর হচ্ছে না। ডিসেম্বরে বাংলাদেশে এ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এই ভেন্যু বাতিল করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডব্লিউএফ)।

টুর্নামেন্ট শুরুর নয় মাস আগে বিডব্লিউএফ স্বাগতিক হতে যাওয়া দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠায়। সে নিয়মে এবারও সেটি বাংলাদেশে এসেছিল। কিন্তু ওই ই-মেইল নাকি খুলেই দেখেননি ফেডারেশনের কর্মকর্তারা। বাংলাদেশ থেকে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ভেন্যুটি অন্যত্র সরিয়ে নিয়ে গেছে ব্যাডমিন্টনের সর্বোচ্চ অভিভাবক সংস্থা।

এদিকে কানে পানি যাওয়ার পর ভেন্যু ফিরে পেতে মরিয়া ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা। আগামী বছরের মার্চ-এপ্রিলে ঢাকায় এই টুর্নামেন্টের আয়োজনের চেষ্টা করছেন তারা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে প্রতি বছর বাংলাদেশকে ১৫ হাজার ইউএস ডলার এবং ক্রীড়া সরঞ্জাম দিয়ে থাকে ব্যাডমিন্টনের ইউনেক্স।

আরআই/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।