শাহজালালে ৩৫০ কার্টুন বিদেশি সিগারেটসহ আটক ১


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২১ মে ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৩৫০ কার্টুন বিদেশি সিগারেটসহ পরিমাণ বিদেশী সিগারেটসহ শাহিন শেখ নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমাবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম মহাপরিচালক মোস্তাফিজুর রহমান জাগোনিউজকে বলেন, শাহিন শেখ নামের (পাসপোর্ট নাম্বার-এই৮৯৯০৩৩০) ওই যাত্রীকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নিয়মিত তল্লাশীকালে তার কাছে ৩৫০ কার্টুন বিদেশী সিগারেট পাওয়া যায়। তারপর আমরা তাকে আটক করি।

জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটককৃতরে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এ কর্মকর্তা।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।