খুলনার নেতৃত্ব এবারও মাহমুদউল্লাহর কাঁধে


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৫ জুলাই ২০১৭

গত বিপিএলে খুলনা টাইটান্সের নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও তার উপরই ভরসা রাখছে টাইটান্স কর্তৃপক্ষ।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে খুলনা ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

এদিকে সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন মাহেলা জয়াবর্ধনে। টাইটান্সের নতুন কোচ হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

গত বিপিএলে খেলোয়াড় হিসেবে (ঢাকা) থাকলেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে জয়াবর্ধনেকে। খুলনার হয়ে দেখা যাবে লঙ্কান এই কিংবদন্তিকে। নতুন ভূমিকার এই চ্যালেঞ্জ গ্রহণে বেশ মুখিয়ে আছেন মাহেলা। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে বহুবার এসেছি। এখানে সুখস্মৃতি আছে। আশা করি বিপিএলে এবার বেশকিছু সুখস্মৃতি নিয়েই শেষ করতে পারব। আমি গতবারেও এখানে খেলেছি। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হয়। গতবার ক্রিকেটার হিসেবে খেললেও এবার কোচ হিসেবে থাকছি। আর রিয়াদ অসাধারণ একজন অধিনায়ক। তার নেতৃত্বে খুলনা ভালো কিছু করে দেখাবে। আমি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

mahmudullah

খুলনার ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ এবারের বিপিএলে দল নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘গত বছরের অভিজ্ঞতায় আমরা বুঝতে পেরেছি আসন্ন বিপিএলে কীভাবে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা মাহেলা জয়াবর্ধনে, হাবিবুল বাশার ও টিম ম্যানেজমেন্ট-এর সঙ্গে কথা বলেই দল সাজাচ্ছি। তার ধারাবাহিকতায় বিদেশি সাত খেলোয়াড়কে ইতোমধ্যেই দলে নিয়েছি।’

এদিকে টানা দ্বিতীয়বারের মতো দলটির অধিনায়কত্বের দায়িত্ব নেয়া রিয়াদ জানান, ‘গত বছর আমরা পুরো দলের নৈপুণ্যেই সফলতা পেয়েছি। তার ধারাবাহিকতা এবার রাখতে পারলে আবারও সফল হব। আর মাহেলার মতো তারকা কোচের অধীনে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’

এছাড়া দলের উপদেষ্টা সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা যদি স্থানীয় সংগ্রহ ভালো করতে পারি, তাহলে ড্রাফটের মাধ্যমে ভালো খেলোয়াড়দের নিতে পারব। আর বিদেশি খেলোয়াড়দের সংগ্রহ আমাদের ইতোমধ্যেই ভালো।’

জমকালো এই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে কোচের ভার তুলে দেওয়া হয় মাহেলার হাতে। এসময় ফ্র্যাঞ্চাইজির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, টিম ম্যানেজার নাফীস ইকবাল ও উপদেষ্টা হাবিবুল বাশার সুমন।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।