ব্রাজিলকে টপকে র‌্যাংকিংয়ের শীর্ষে জার্মানি


প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৪ জুলাই ২০১৭

কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের সঙ্গে নতুন এক সুসংবাদ পেল জার্মানি। ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করল তারা। আগামী বৃহস্পতিবার ফিফার র‌্যাংকিং আপডেট হলেই শীর্ষে উঠে যাবে জোয়াকিম লোর দল। জার্মানি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে যাচ্ছে নেইমারের ব্রাজিল। আর আর্জেন্টিনা নেমে যাবে তিনে।

এদিকে কনফেডারেসন্স কাপে দারুণ পারফর্ম করায় উন্নতি হচ্ছে রোনালদোর পতুর্গালের। আট নম্বর থেকে চার ধাপ এগিয়ে চারে উঠে আসছে রোনালদোর দল। তবে কনফেডারেশন কাপের ফাইনালে খেলেও অবনমন হচ্ছে চিলির। সাতে নেমে যাচ্ছে সানচেজের দল।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। সাত ধাপ ২৩তম অবস্থানে উঠে আসছে দেশটি। এছাড়া অস্ট্রেলিয়া ৪৪ ও জাপান ৪৫তম স্থানে রয়েছে। আগের মাসে র‌্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।