ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজি নয় বিসিবি!


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৩ জুলাই ২০১৭

আগামী অক্টোবরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিল ভারত। এ বিষয়ে বিসিবিকে নাকি আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু ব্যস্ত সূচির কথা বলে ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ তথ্য।

আগামী অক্টোবরেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। দক্ষিণ আফ্রিকায় পূর্নাঙ্গ সফরটি শেষ হবে অক্টোবরের ২৯ তারিখ। এর এক সপ্তাহ পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

এ কারণেই অক্টোবরে প্রস্তাবি ত্রি-দেশীয় সিরিজটি খেলা বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যদিও বাংলাদেশ ভারতে গিয়ে এখনও পর্যন্ত কোনো দ্বি-পাক্ষিক কিংবা ত্রি-দেশীয় সিরিজ খেলতে পারেনি। চলতি বছরই প্রথমবারেরমত একমাত্র টেস্টে সিরিজ খেলার জন্য ভারত গিয়েছিল বাংলাদেশ দল।

সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি প্রস্তাব পেয়েছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। তবে দুর্ভাগ্যবশত, আমরা এই প্রস্তাবটি গ্রহণ করতে পারছি না। আমাদের দলটি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসবে ৩০ অক্টোবর। আর তারা চেয়েছে আমরা যেন ভারতে গিয়ে ২৮ অক্টোবরের আগে খেলি।’

এরপর রয়েছে বিপিএল। এ নিয়ে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই রয়েছে বিপিএল। যদি আমরা এ সূচি পরিবর্তন করি, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে একটা সমস্যা তৈরি হবে। সবকিছুতেই সমস্যা। তারা যদি তারিখ পরিবর্তন না করে তাহলে তাহলে আমাদের পক্ষে এই ত্রিদেশীয় সিরিজে খেলা সম্ভব নয়।’

তবে বিসিবি প্রেসিডেন্ট এটা জানিয়ে দেন, তারা ভারত এবং ইংল্যান্ডের মত দলগুলোর বিপক্ষে নিয়মিতই খেলতে রাজি। ‘তাদের সঙ্গে বেশি বেশি খেলার সুযোগ আছে। কিছু কিছু বিষয় চূড়ান্তও। আবার কিছু কিছু এখনো চূড়ান্ত হয়নি। কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে প্রস্তাবও এসেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।