সাপাহার সীমান্তে স্কুল ছাত্রকে বিএসএফের নির্যাতন


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২০ মে ২০১৫

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে বুধবার সকালে মাসুদ রানা (১৪) নামে এক স্কুল ছাত্রের ওপর নির্যাতন চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পর আহত মাসুদ রানাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাসুদ রানা সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। সে স্থানীয় আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন সহপাঠীর সাথে সীমান্ত এলাকার ২৩২ নম্বর মেইন পিলারের কাছে খেলতে যায় মাসুদ রানা। এসময় ভারতের টিক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্য সহপাঠীরা পালিয়ে আসলেও মাসুদ রানাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। পরে তার ওপর বিএসএফ সদস্যরা নির্যাতন চালিয়ে আহত অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরে রেখে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে।

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাপানিয়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।