বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই : আমু


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২০ মে ২০১৫

জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জনগণের শক্তিই বড় শক্তি। তাই বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির কোন লাভ নেই।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলানয়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমু বলেন, গণতন্ত্রের আন্দোলনের নামে বিএনপি পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।

শিল্পমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেনি। হরতাল অবরোধ দিয়ে রাজপথে অবস্থান করেছি, আন্দোলনের নামে মাঠে না থেকে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেনি।

শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, দেশে শুধু গনতন্ত্রই প্রতিষ্ঠা হয়নি, সমুদ্র চুক্তি, ফারাক্কা চুক্তিসহ ভারতের সাথে ছিটমহল চুক্তি সম্পন্ন হয়েছে। বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু তারা এই চুক্তি বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ তারা স্বাধীনতার বিরোধী শক্তি।

২০১৮ সালে মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে জানিয়ে মন্ত্রী বলেন, দারিদ্র মুক্তিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। আমাদের যত সম্পদ রয়েছে যদি যথাযথভাবে কাজ লাগানো যায়। তাহলে বাংলাদেশ মধ্যে আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।

সংগঠনের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,  অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাসিম সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাখোয়াত হোসেন সুইট।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।