আজারবাইজানে অগ্নিকাণ্ডে নিহত ১৫


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৯ মে ২০১৫
প্রতীকী ছবি

আজারবাইজানের রাজধানী বাকুতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মঙ্গলবার এক অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান।

নগরীর কেন্দ্রস্থলে একটি ১৫ তলা আবাসিক ভবনে সৃষ্ট এ অগ্নিকাণ্ড নেভাতে হেলিকপ্টার তলব করা হয়। অগ্নিনির্বাপন ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অন্তত দু’জন শিশু রয়েছে। আজারবাইজানের জেনারেল প্রসিকিউটর জাকির গারালভ ভবনটিতে অগ্নিকাণ্ডের জন্য এতে লাগানো নিম্নমানের পিলাস্টককেই দায়ী করেন। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।