রাষ্ট্রপতির সঙ্গে ইউজিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৯ মে ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বাধীন ৫ সদস্যের এক প্রতিনিধিদল। মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাতকালে ইউজিসির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এক  কথা বলেন।

তারা রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে দেশে ১২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অধ্যায়ন করছে। বিগত কয়েক বছর দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়া ইউজিসি’র কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালনে ইউজিসি’র প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।