বিসিসি মেয়রের বিরুদ্ধে দুর্নীতি মামলা


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ মে ২০১৫

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক আহসান হাবিব কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে মেসার্স আলিফা এন্টাপ্রাইজের সত্ত্বাধিকারী রফিউল ইসলাম বাদী হয়ে বরিশাল সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে মামলাটি দায়ের করেন।

দুপুরে আদালতের বিচারক মো. আনোয়ারুল হক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় অপর দুই অভিযুক্তরা হলেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নিবার্হী কর্মকর্তা কে এম নুরুল ইসলাম এবং সাবেক প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস।

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক হোসেন আরজির বরাত দিয়ে জানান, গত ১৬ মার্চ স্মারকের মাধ্যমে নগরীর সড়ক, ড্রেন, বৈদ্যুতিক বাতি প্রকল্প বাবদ ৫৩ লাখ ২০ হাজার টাকার দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন। এক্ষেত্রে  নিয়ম রয়েছে পত্রিকার প্রকাশ বা কর্পোরেশনের নিজস্ব ওয়েব সাইটেও প্রকাশ করতে হবে। তবে এ নিয়ম মেয়রের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য উপেক্ষিত হয়। এতে করে অন্য কোনো ঠিকাদার এই দরপত্রে অংশ নিতে পারেননি। এই কাজ থেকে সিটি মেয়র আহসান হাবিব কামালসহ অন্য দুই অভিযুক্তরা ৫৩ লাখ টাকা আত্মসাত করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।