চীনে নিজস্ব ক্যাম্পাস খুলবে ইনফোসিস


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৯ মে ২০১৫

ভারতভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোসিস চীনে নিজস্ব ক্যাম্পাস খুলবে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চীনের ক্রমবর্ধমান প্রযুক্তি খাতে উপস্থিতি বৃদ্ধি এবং ক্যাম্পাস খুলতে ১২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ইনফোসিস। সম্প্রতি ভারত-চীন ব্যবসায়িক সম্মেলনে চীনের প্রাদেশিক সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বিষয়ে ইনফোসিস চায়নার প্রধান নির্বাহী কর্মকর্তা রঙ্গরাজন ভেল্লামোর বলেন, তাদের নিজস্ব ক্যাম্পাস বা উন্নয়নকেন্দ্রটি চীনের গুইজু প্রদেশে স্থাপন করা হবে। কেন্দ্রটির স্টাফ সংখ্যা থাকবে প্রায় সাড়ে চার হাজার। চীনের পাশাপাশি বৈশ্বিক তথ্যপ্রযুক্তি বাজারে প্রতিষ্ঠানটির ব্যবসা প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যেই ভারতের বাইরে ইনফোসিসের প্রথম নিজস্ব ক্যাম্পাস স্থাপনের কাজ শেষ হবে।

চীনের ক্রমবর্ধমান বাজারে ইনফোসিস চায়নার প্রবৃদ্ধি ধরে রাখতে এ উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইনফোসিস চায়নার বার্ষিক টার্নওভার ১২ কোটি ডলার।

এসকেডি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।