কুম্বলে-কোহলি ইস্যুতে বিসিসিআইকেই দুষলেন সৌরভ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৮ জুন ২০১৭

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির অন্যতম সদস্য তিনি। কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি। বাকি দুই সদস্য হলেন ভিভিএস লক্ষ্মণ এবং শচীন টেন্ডুলকার। কোহলির সঙ্গে বিরোধের জের ধরে অনিল কুম্বলের পদত্যাগের ঘটনায় কেউ কেউ বলার চেষ্টা করছেন, বিষয়টা অ্যাডভাইজরি কমিটির দেখা উচিৎ ছিল। এমন এক পরিস্থিতিতে নিয়ে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন, সৌরভ গাঙ্গুলি এবং তিনি এর দায় পুরোপুরি চাপিয়েছেন বোর্ডের ওপরই।

বিরাট কোহলি এবং অনিল কুম্বলের বিরোধ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যার জের ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে।

সৌরভ গাঙ্গুলি মনে করেন, কুম্বলে-কোহলি বিতর্ক বোর্ডের পক্ষ থেকে আরও ভালভাবে সামলানো উচিত ছিল। বিসিসিআইতে এক বৈঠক শেষে সৌরভ বলেন, ‘কুম্বলে-কোহলি বিতর্ক আরও ভালভাবে সামলানো উচিত ছিল। সত্যি বলতে, ব্যাপারটা ঠিকভাবে সামলানো হয়নি।’

মঙ্গলবারই কোচের পদের জন্য নতুন করে আবেদন করেছেন রবি শাস্ত্রি। ভারতীয় দলের ক্রিকেটাররা আবারও কোচ হিসেবে শাস্ত্রিকেই চাইছে। এ নিয়ে সৌরভ বললেন, ‘আবেদন করার অধিকার সকলেরই আছে। প্রশাসক না হলে আমিও হয়ত কোচের পদে আবেদন করতাম।’

লোধা কমিটির সুপারিশগুলো খতিয়ে দেখার জন্য রাজিব শুক্লার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতেও রয়েছেন সৌরভ। এই বিষয়ে তার মত, ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে আলোচনা করতে হবে। বিষয়গুলো ঠিকঠাক দেখে নিতে হবে। তারপর সমাধানের রাস্তা বের করতে হবে।’

লোধা কমিটির সুপারিশ নিয়ে আলোচনার জন্য ১ জুলাই আলোচনায় বসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সৌরভের মতে, ‘গত বছর সিএবির বিশেষ সাধারণ সভা হয়নি। তাই সুপারিশগুলো নিয়ে আলোচনাও হয়নি। সদস্যদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করতে হবে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।