মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট শুরু আজ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৪ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডে আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট। এবার মেয়েদের বিশ্বকাপে অংশ নিচ্ছে আটটি দল। একক লিগ পদ্ধতির প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠবে শীর্ষ চার দল। ২৩ জুলাই ফাইনাল লর্ডসে।

চলতি আসরেও ফেবারিট যথারীতি অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে সপ্তম শিরোপার হাতছানি। আগের ১০ আসরের ৬ বারের চ্যাম্পিয়ন তারা। ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত শেষ আসরেও শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তারা ছাড়া ৩ বার শিরোপা জিতেছে ইংল্যান্ড, ১ বার নিউজিল্যান্ড।
উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। ব্রিস্টলে মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ডার্বিতে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের প্রাইজমানি বেড়েছে অবিশ্বাস্য রকম। এবার ২০ লাখ মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে দলগুলোকে। এই অর্থ সর্বশেষ টুর্নামেন্টের ১০ গুণ।

উল্লেখ্য, বাংলাদেশের নারী ক্রিকেট দল বা টাইগ্রেস দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। বাছাইয়ে শেষ হয়েছে স্বপ্নযাত্রা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।