সমুদ্র থেকে কিউবার ২৩ অভিবাসীকে উদ্ধার
সমুদ্রে ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে মেক্সিকোতে অবস্থান নেয়া কিউবার ২৩ অভিবাসীকে উদ্ধার করেছে মেক্সিকোর নৌবাহিনী। রোববার সমুদ্র থেকে তীরে পৌঁছানোর সময় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেক্সিকো নৌবাহিনী জানায়, হাতে তৈরি নৌকায় করে সমুদ্রে যাত্রাকালে তারা দুর্ঘটনায় পড়ে। ইউকাটান দ্বীপের উপকূলের অদূরে দুটি পৃথক দুর্ঘটনায় এরা সমুদ্রে পড়ে যায়। উদ্ধারকৃতরা জানায়, কিউবার ইউথ দ্বীপ থেকে রওয়ানা হওয়ার পর তারা সমুদ্রে ১৬ দিন ছিল।
চিকিৎসা সহায়তা দিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কর্তৃপক্ষ জানায়, তাদের শরীর সুস্থ্য রয়েছে। ১৩ জনের অপর একটি দলের সকলের শরীরে পানি শুন্যতা দেখা দিয়েছে বলেও জানা গেছে।
নেভি জানায়, মেক্সিকোর অভিবাসন বিভাগ এই ২৩ অভিবাসীর সকলকেই দেশে ফেরৎ পাঠাবে। যেসব কিউবার নাগরিক মেক্সিকো পৌঁছায়, তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে বলে মনে করে মেক্সিকো প্রশাসন।
এসকেডি/আরআই