ভারতের আয় বাড়ায় কমল বাংলাদেশের


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৩ জুন ২০১৭

আইসিসির প্রস্তাবিত নতুন আর্থিক কাঠামো এপ্রিলে বড় ধাক্কাই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী ভারত আইসিসির কাছ থেকে পাওয়ার কথা ছিল ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার। স্বাভাবিকভাবে ভারত এই সংস্কার মানতে চায়নি। তাদের দাবি ছিল ৫৭০ মিলিয়ন ডলার। আইসিসি বিসিসিআইকে তখন ৪০০ মিলিয়ন ডলারে সমঝোতা করার প্রস্তাব দিয়েছিল।

অবশেষে নানা জলঘোলার পর আইসিসি-বিসিসিআই পৌঁছেছে। অতিরিক্ত ১১২ মিলিয়ন ডলার দিয়ে ভারতকে শান্ত করেছে আইসিসি। তবে ভারতের আয় বাড়াতে গিয়ে কমেছে বাংলাদেশসহ অন্য ছয় ক্রিকেট বোর্ডের।

নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মতো বাকি ছয়টি দলকেও ১৩২ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়। আর সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ২৮০ মিলিয়ন। এখন ভারতের আয় বাড়ায় ৪ মিলিয়ন ডলার করে কম পাবে বাংলাদেশসহ অন্য ছয় ক্রিকেট বোর্ড।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত আইসিসির রাজস্ব বণ্টন :

 

এপ্রিলে ভোটাভুটিতে প্রস্তাবিত বরাদ্দ (মিলিয়ন ডলার)

জুনে পাস হওয়ার পর

ভারত    

২৯৩                                                

৪০৫

ইংল্যান্ড    

১৪৩                                                 

১৩৯

অস্ট্রেলিয়া    

১৩২

১২৮

শ্রীলঙ্কা

১৩২

১২৮

পাকিস্তান

১৩২

১২৮

দ.আফ্রিকা

১৩২

১২৮

বাংলাদেশ

১৩২

১২৮

ও. ইন্ডিজ

১৩২

১২৮

নিউজিল্যান্ড

১৩২

১২৮

জিম্বাবুয়ে

৯৪

৯৪

সহযোগী    

২৮০

২৪০

 

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।