এবার আফ্রিকান লিগে দল কিনলেন শাহরুখ খান


প্রকাশিত: ১১:১৪ এএম, ২০ জুন ২০১৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এরপর ক্যারিবিয়ান সুপার লিগে দল কেনেন বলিউড বাদশা। নাম- ত্রিনবাগো নাইট রাইডার্স।

এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনলেন শাহরুখ খান। নামকরণও করলেন আগের দুই দলের সঙ্গে মিল রেখে। পার্থক্য শুধু জায়গার নামে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে শাহরুখের দলের নাম- কেপ টাউন নাইট রাইডার্স।

শাহরুখের দল কেপ টাউন নাইট রাইডার্সের আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জেপি ডুমিনি। টুর্নামেন্ট কমিটির বিশ্বাস, আইপিএল ও বিগ ব্যাশের মতোই সাড়া ফেলবে এবারের আসর। নভেম্বরে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

আফ্রিকান লিগে দল পেয়ে রোমাঞ্চিত শাহরুখ খান। বলেন, ‌‘নাইট রাইডার্স পরিবারের পক্ষ থেকে ক্রিকেট সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানাচ্ছি। নতুন একটি টি-টোয়েন্টি গ্লোবাল লিগ আয়োজন করতে যাচ্ছে তারা। এই আসরে আমাদের অংশ নেয়ার সুযোগ করে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

‘দক্ষিণ আফ্রিকা খুব সুন্দর একটি দেশ। এই দেশের মানুষও অনেক ভালো। নতুন একটি যাত্রার অংশ হতে মুখিয়ে আছি। সব মিলে আসরটি বেশ জমবে। কেপ টাউনকে এবার আমরা আমাদের আর একটি বাড়ি বানিয়ে তুলব।’-যোগ করেন ক্রিকেটপ্রেমী বলিউড সুপারস্টার।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।