র‌্যাংকিংয়ে এগোলেন তামিম-মাশরাফি


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৯ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যেই প্রথমবারের মতো আইসিসির মেগা আসরে সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। চার ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৯৩ রান।

ভালো খেলার ফলও পেয়েছেন তামিম। আইসিসির ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগোলেন টাইগার এই ওপেনার। বর্তমানে তামিমের অবস্থান ১৬তম। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান নেই সেরা বিশে। মুশফিকুর রহীম আছেন ২১তম স্থানে। আর সাকিব আল হাসানের অবস্থান ৩০তম। বিরাট কোহলি আছেন শীর্ষেই।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ১৫তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। বোলিংয়ে সাকিবের অবস্থান ১৯তম। মোস্তাফিজুর রহমান রয়েছেন ২৯ নম্বরে। বোলিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তৃতীয় স্থান দখলে রেখেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।