সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করলেন মাশরাফি


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৯ জুন ২০১৭
‘মিট উইথ মাশরাফি’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মাশরাফি

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করলেন মাশরাফি বিন মর্তুজা। আজ সোমবার রাজধানীর গুলশানস্থ ক্যাডেট কলেজ মিলনায়তনে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘স্পৃহা’ থেকে এ শিশুরা মাশরাফির সঙ্গে দেখা করার সুযোগ পায়। এছাড়া ‘মিট উইথ মাশরাফি’ নামক একটি প্রতিযোগিতায় বিজয়ীরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

বিজয়ীদের অভিনন্দন জানান মাশরাফি। বলেন, ‘অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদের, যারা এখানে এসেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থনই আমাকে সাহস জোগায় নতুন উদ্যোমে এগিয়ে যেতে। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই সমর্থনের জন্য।’

সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক, ‘আমাদের সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তির এগিয়ে আসা উচিত এসব সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে। যে যার জায়গা থেকে এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমি আশা করব, এ বছরের মতো আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।