মেক্সিকোকে হারাতে পারেনি রোনালদোর পর্তুগাল


প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৮ জুন ২০১৭

ফিফা কনফেডারেশন্স কাপের সূচনাটা মোটেও ভালো হলো না ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল শেষ মুহূর্তে এসে জয় বঞ্চিত হলো। ম্যাচ শেষ হলো ২-২ গোলের ড্রয়ে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো পর্তুগাল এবং মেক্সিকোকে।

ফিফা কনফেডারেশন্স কাপের পর্দা উঠেছে একদিন আগে। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যান্ড কোং। কিন্তু ম্যাচটা থেকে জয় তুলে মাঠ থেকে বের হতে পারেনি তারা।

গোল করতে পারেননি রোনালদো। পর্তুগালের পক্ষে গোল দুটি করেন রিকার্ডো কাওয়ারেশমা এবং সেদরিক সোয়ারস। মেক্সিকোর হয়ে গোল দুটি করেন হ্যাভিয়ের হার্নান্দেজ এবং হেক্টর মোরেনো।

কাজান এরেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়ে ম্যাচটি। খেলার শুরু থেকে পর্তুগাল আক্রমণ আর পাল্টা আক্রমণে মেক্সিকোর রক্ষণ ব্যস্ত করে তোলে। যার ফল এলো ৩৪ মিনিটে। এ সময় রোনালদোর পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে মেক্সিকোর জাল কাঁপাকন কাওয়ারেশমা।

খেলার ৪২ মিনিটে গোলটি শোধ করে দেয় মেক্সিকো। দলটির সেরা তারকা হ্যাভিয়ের হার্নান্দেজ দারুণ এক হেডে সমতায় ফেরান মেক্সিকোকে। কার্লোস ভেলা ক্রসটি দিয়েছিলেন তাকে।

খেলার ৮৬তম মিনিটে গিয়ে পর্তুগালকে আবারও এগিয়ে দেন সেদরিক সোয়ার্স। ডান পায়ের দারুণ এক শটে জাল কাঁপান তিনি মেক্সিকোর; কিন্তু লিড ধরে রাখতে পারলো না পর্তুগাল। ইনজুরি সময়ে এসে রোনালদোদের সর্বনাশ করেন হেক্টর মোরেনো। জোনাথন ডস সান্তোসের কাছ থেকে বল পেয়েই দারুণ এক হেডে পর্তুগিজদের জয় কেড়ে নেন মোরেনো।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।