দুই ওপেনারে দারুণ সূচনা পাকিস্তানের


প্রকাশিত: ১১:০১ এএম, ১৮ জুন ২০১৭

টস হেরে ফিল্ডিং নেয়াটা কী ভুল হলো বিরাট কোহলির জন্য! ভারতীয়রা হয়তো এখন এ হিসাব-নিকাশ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ খেলা প্রায় ২০ ওভার পার হতে চললো অথচ এখনও পাকিস্তানের একটি উইকেটও ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। ওপেনিং জুটিতে চিড় ধরাতে পারল না।

লন্ডনের কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছেন দুই পাকিস্তানি ওপেনার আজহার আলী এবং ফাখর জামান। যদিও একবার ফাখর জামান নো বলের সৌজন্যে জীবন পেয়েছিলেন। এছাড়া পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপদে ফেলার মতো বলই করতে পারেনি ভারতীয় বোলাররা।

MJP

টান টান উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টে ফাইনালে আজহার আলী এবং ফাখর জামানের ব্যাটে ২০ ওভার শেষে পাকিস্তানের রান কোনো উইকেট না হারিয়ে ১১৪। দুই ওপেনারই পৌঁছে গেছেন হাফ সেঞ্চুরির মাইলফলকে। আজহার ৫০ এবং ফাখর জামান রয়েছেন ৫১ রানে অপরাজিত। রান তোলার গড় ৫.৭ করে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।