এলবিডব্লিউয়ের পূর্ণরূপ জানেন না আফ্রিদি!


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৮ জুন ২০১৭

ক্রিকেট মাঠে ধুমধারাক্কা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। তার ব্যাটিং ম্যাচেই দর্শকদের বিনোদন। প্রায় দুই বছর হল জাতীয় দলকে বিদায় জানানো এই খেলোয়াড় আবার দর্শকদের বিনোদন দিলেন। তবে এবার ব্যাট বা বল হাতে নয়। এত বছর ক্রিকেট খেললেও জানেন না এলবিডব্লিউয়ের পূর্ণরূপ কি? 

সম্প্রতি জনপ্রিয় একটি পাকিস্তানি চ্যানেলে অংশ নেওয়ার সময় আফ্রিদি জানান, তিনি এলবিডব্লিউ এর পূর্ণরূপ জানেন না। অনুষ্ঠানটি প্রচার হওয়ার পরপরই হাস্যরসের সৃষ্টি করে। উপস্থাপক আফ্রিদিকে বারবার ‘লেগ বিফোর উইকেট’ শব্দত্রয় শোনানোর পরও এলবিডব্লিউ এর পূর্ণরূপ বলতে পারেননি তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক আফ্রিদিকে সঠিক পূর্ণরূপ জানানোর পরও আফ্রিদি তার হেডফোন খুলে নেন। এদিকে অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এতে অনেকেই করছেন আফ্রিদির সমালোচনা, কেউ বা একে নিচ্ছেন নিখাদ বিনোদন হিসেবে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।