মিলারের ছয় : দৃষ্টি হারালেন পুলিশ


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৭ মে ২০১৫

কিলার মিলার হিসেবে খ্যাত ডেভিড মিলার এবার সত্যি সত্যি কিলার হয়ে গেলেন। আইপিএলের চলতি মৌসুমে তার শটে ছয় হয়ে যাওয়া এক বলের আঘাতে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ভারতের এক পুলিশ। ঘটনাটি ঘটে ইডেন গার্ডেনে গত ৯ মে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে।

সেদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান করা পাঞ্জাবের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মিলার ১১ বলে অপরাজিত ২৭ রান করেন। ইনিংসটিতে দুটি ছয় মারেন এ প্রোটিয়া। তারই একটি  লাগে অলক আইচের ডান চোখে।

কলকাতা নগর পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের কমিশনার দেবাশিস সরকারের গাড়ি চালক অলক সেদিন বসেছিলেন ব্লক-জিতে। পাঞ্জাবের ইনিংসের শেষ ওভারে রাসেলকে উড়িয়ে মারা বলটি ডান চোখে লাগার পর অলককে হাসপাতালে নেয়া হয়। কয়েক দিন চিকিৎসার পর বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ডান চোখটি চিরতরে দৃষ্টি হারানোর কথা জানিয়েছেন। খবরটি ভারতীয় অবশ্য মিডিয়ায়  আসে শনিবার।

বিষয়টি নিয়ে ব্যথিত হয়ে মিলার তার টুইট করেছেন,‘আইচের চোখ হারানোর বিষয়টি শুনে আমি এখনো মর্মাহত এবং গভীর শোকাহত। এটা একটা অদ্ভুত দুর্ঘটনা।’ অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে অলকের পরিবার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।