দুই দলেরই সম্ভাবনা দেখছেন মাশরাফি


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৬ জুন ২০১৭

দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাই আরও একবার স্বপ্নভঙ্গ হলো মাশরাফি বিন মর্তুজা বাহিনীর। টাইগারদের হতাশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট পেয়ে যায় বিরাট কোহলির ভারত।

স্বপ্নের ফাইনালে ভারতের প্রতিপক্ষ তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আগামী ১৮ জুন লন্ডনের কেনিংটন ওভালে গড়াবে এই দ্বৈরথ। শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে তিনটায়।

ফাইনালে কে জিতবে? ভারত নাকি পাকিস্তান? এমন প্রশ্নই বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। ফাইনাল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্নটি শুনতে হয়েছিল মাশরাফিকেও। ভারত-পাকিস্তান; দুই দলেরই সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

simgad

আগেভাগেই ভবিষ্যদ্বাণী করতে নারাজ মাশরাফি। বলেন, ‘দেখুন, এটা ফাইনাল। কোন দল শিরোপা জিতবে, তা আপনি এখনই বলে দিতে পারবেন না। চলতি টুর্নামেন্টে দুদলই ভালো ক্রিকেট খেলছে। উভয় দলের জন্য শুভকামনা রইল।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।