১৭ রানের আক্ষেপ সাকিবের


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৬ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে বেশ আলোচনা হচ্ছিলো। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেন। দলকে পৌঁছে দেন শেষ চারে। ভারতের বিপক্ষে ম্যাচে মাইলফলকের দারুণ এক সুযোগ ছিল সাকিবের সামনে। তবে দলের পরাজয়ের সঙ্গে সঙ্গে আক্ষেপ নিয়েই ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ৩২ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকে যেতেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, দেশসেরা ক্রিকেটার তাতে ঢুকে যেতেন ৫ হাজার রান আর ২০০ উইকেট পাওয়া অলরাউন্ডারদের ছোট তালিকায়ও।

simgad

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ১৫ রান করে আউট হয়ে মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়িয়েছেন তিনি। নিজের হতাশার সঙ্গে ভারতের কাছে হেরে বেড়েছে প্রথমবারের মত ফাইনাল খেলার আক্ষেপ।

উল্লেখ্য, ১৭৭ ম্যাচ খেলে ৩৪.৮৪ গড়ে সাকিবের রান ৪৯৮৩।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।