সেমিফাইনালের চাপ নয়, স্বাভাবিক খেলতে চাই : মাশরাফি


প্রকাশিত: ০২:২১ পিএম, ১৪ জুন ২০১৭

আইসিসির কোনো মেগা আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বৃহস্পতিবার এজবাস্টনে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

ম্যাচটি সামনে রেখে আজ (বুধবার) সংবাদ সম্মলনে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। দলের সার্বিক অবস্থা তুলে ধরেন তিনি। প্রতিপক্ষ ভারত বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বাংলাদেশ দল নিজেদের সেরা খেলাটাই খেলতে চায়। অন্য ম্যাচের মতো স্বাভাবিক খেলাটাই লক্ষ্য। সেমিফাইনালের চাপ নিতে চান না টাইগার অধিনায়ক।

প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে পেরে টাইগাররা রোমাঞ্চিত। এখন লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী খেলার। মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ছেলেরা খুব রোমাঞ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরের সেমিফাইনালে খেলছে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম। এখানে আসার আগে আয়ারল্যান্ড সফর থেকেই। আমরা এখন সেমিতে আছি। আমরা যদি অন্য একটি ম্যাচ হিসেবে খেলতে পারি; অন্যথায় সেমিফাইনাল।’

MJP

সেমিফাইনালে লক্ষ্য নিয়ে মাশরাফির ভাষ্য, ‘প্রত্যেকটি ম্যাচই আমরা জয়ের জন্য খেলেছি। এই ম্যাচের উচ্চতা অনেক বড়। এটা খুবই স্বাভাবিক। লক্ষ্য থাকবে ভালো খেলেই ম্যাচটা জেতার। সেমিফাইনালের চাপ নয়, স্বাভাবিক খেলাই খেলতে চাই।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।