বাংলাদেশের বিপক্ষে সেমিতে অনন্য কীর্তি গড়বেন যুবরাজ


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৩ জুন ২০১৭

এক দিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। ওই ম্যাচে খেলতে নামলে অনন্য এক কীর্তি গড়বেন যুবরাজ সিং। মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলির পর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন এই অলরাউন্ডার।

২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় যুবরাজের। অভিষেক ম্যাচে ব্যাট ধরার সুযোগ পাননি। বল হাতে ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর ধীরে ধীরে জাতীয় দলে থিতু হন যুবি।

youvraj

ভারতীয় অবিস্মরণীয় কিছু জয়ের নায়ক যুবরাজ। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তার হাতে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি।

MJP

এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে ২৯৯টি ওয়ানডে খেলেছেন যুবি। ব্যাট হাতে ৩৬.৮৪ গড়ে করেছেন ৮৬২২ রান। এতে ১৪টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৫২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১৫০ রানের ইনিংস রয়েছে তার নামের পাশে। বল হাতে নিয়েছেন ১১১ উইকেট।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।