‘শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ কেন নয়’


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৩ জুন ২০১৭

গ্রুপপর্বে বাংলাদেশের অভিজ্ঞতা হয়েছে তিন ধরনের! উদ্বোধনী ম্যাচে ইংলিশদের কাছে হেরে যায় মাশরাফি বাহিনী। দ্বিতীয় ম্যাচের অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারেননি টাইগাররা; আবার হারেনওনি। বৃষ্টিতে বাতিল হয়ে যায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ।

তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের বিরোচিত ব্যাটিংয়ে কিউইদের ৫ উইকেটের ব্যবধানে পরাস্ত করেছে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাস্ত হলে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় মাশরাফির দল।

samaravira

আগামী ১৫ জুন শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। ম্যাচটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফল নিয়েও চলছে চিন্তা-ভাবনা। কেউ বলছেন, বাংলাদেশ জিতবে। কারও মনে হচ্ছে, জিতবে ভারত। এই জল্পনা-কল্পনার অবসান হবে ম্যাচ শেষেই।

simga

তবে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক থিলান সামারাভিরা মনে করেন, সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের উদাহরণ টেনে লঙ্কান কিংবদন্তি বলেন, ‘শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ কেন নয়।’

প্রসঙ্গত, গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২১ রান তোলে ভারত। ৩২২ রানের লক্ষ্যও মামুলি বানিয়ে ফেলেন লঙ্কান ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটে জয় তুলে নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউজের শ্রীলঙ্কা।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।