ভারতীয়দের দাপটে সেমির টিকিট পাচ্ছেন না বাংলাদেশিরা!


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ জুন ২০১৭

দলকে উজ্জীবিত করে তুলতে মাঠে সরব উপস্থিতি থাকে সমর্থকদের। ভারতীয়রা এক্ষেত্রে একটু বেশিই এগিয়ে! দল সেমিফাইনালে উঠতে পারবে কিনা, তা নিশ্চিত নয়। অথচ দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগেই সেমিফাইনালের সব টিকিট কিনে নিয়েছে ভারতীয় সমর্থকরা!

ভারতীয় সমর্থকরা ঝুঁকি নিতে চাননি! কার বিপক্ষে খেলবেন কোহলি-যুবরাজরা? এটা নিশ্চিত হওয়ার আগেই দুটি সেমিফাইনালের টিকিট দখলে নিয়েছে তারা। ভারতীয়দের দাপটে সেমির টিকিট পাচ্ছেন না বাংলাদেশের সমর্থকরা!

cheer-up

আয়োজক ইংল্যান্ড এখন ভীষণ বিপাকে। ভারতীয় সমর্থকদের কাছে তাদের মিনতি, ক্রয়কৃত টিকিট নতুন করে যেন বিক্রি করে দেন। আর সেই টিকিট কিনতে পারবেন বাকি তিন সেমিফাইনালিস্ট দলের সমর্থকরা!

আইসিসির এক মুখপাত্র মিররকে জানান, ‘সেমিফাইনালের দল নিশ্চিত হওয়ার আগেই শেষ চারের দুটি ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ভারতীয় সমর্থকরা কার্ডিফের ৩৭ শতাংশ ও এজবাস্টনের ৩৮ শতাংশ টিকিট কিনে নিয়েছেন। অফিশিয়াল ওয়েবসাইটে নতুন করে টিকিট বিক্রির সুযোগ রাখা হয়েছে। যার যে টিকিট প্রয়োজন হবে না, সেটি তারা বিক্রি করে দেয়ার সুযোগ পাচ্ছেন।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।