বাংলাদেশকে পাত্তাই দিলেন না শেবাগ!


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১২ জুন ২০১৭

বাংলাদেশকে নিয়ে প্রায়ই খোঁচা দিয়ে থাকেন বীরেন্দর শেবাগ। এখন তো অভ্যাসেই পরিণত করে ফেলেছেন! নিজেকে আলোচনায় রাখতেই হয়তো টাইগারদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য বাড়িয়ে দিয়েছেন শেবাগ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্ততি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ওই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল না। ৮৪ রানেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। ওই সময় ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন শেবাগ।

বাংলাদেশকে তখন খোঁচাতে ভুল করেননি শেবাগ। বলেন, ‘ছেলের (পাকিস্তান) বিপক্ষে খেলার আগে নাতির (বাংলাদেশ) বিপক্ষে খেলছে ভারত।’ এরপর ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল ভারতের। শেবাগের সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় ওঠে।

cheer-up

এবার তো শেবাগের আঘাত আরও মারাত্মক। বাংলাদেশকে পাত্তাই দিলেন না ভারতের পক্ষে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। সেমিফাইনালের ভারতের বিপক্ষে খেলবে মাশরাফির দল। তার আগে টুইটারে ভারতকে সেমিফাইনাল ও ফাইনালের অগ্রিম শুভেচ্ছা জানালেন তিনি।

আগামী ১৫ জুন বাংলাদেশ-ভারতের মধ্যকার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের ফল হলো না। তার আগেই শেবাগ কিনা ফাইনালের শুভেচ্ছা জানিয়ে রাখলেন! বিতর্ক ছড়িয়ে আলোচনায় থাকতেই বড় ভালোবাসেন সাবেক এই ক্রিকেটার।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে ভারত। বিরাট কোহলিদের এমন জয়ে দারুণ খুশি বীরু। পাশাপাশি বাংলাদেশকে খোঁচা দিয়ে নিজের টুইটার পেজে বীরেন্দর শেবাগের মন্তব্য, ‘কী দারুণ জয় ভারতের। অসাধারণ পারফরম্যান্স। ভারতীয় দলকে সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা রইল।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।