রমজান মাস, তাই পার্টি হয়নি : হাথুরু


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১১ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো ছিল না। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না।

গ্রুপপর্বের শেষ ম্যাচটি টাইগারদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে সেমিফাইনালের আশা টিকে থাকে। এরপর ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমির টিকিট পেয়ে যায় বাংলাদেশ।

Braver

নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফি-সাকিব-তামিমরা কোনো পার্টি করেননি। কারণ রমজান মাস। শুক্রবার রাতে কোনো পার্টি হয়েছিল কিনা? এমন প্রশ্নের জবাবে চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এখন রমজান মাস। তারা (বাংলাদেশের ক্রিকেটাররা) উপবাস করেছে। গত রাতে তাই পার্টি হয়নি।’

গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছেন টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কোচ হাথুরুর কণ্ঠেও ফুটে উঠেছে তা, ‘হ্যাঁ, পুরো আসরেই ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছাড়া।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।