ছেলের নাম ছিল মাহমুদউল্লাহর ব্যাটে
![ছেলের নাম ছিল মাহমুদউল্লাহর ব্যাটে](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2017May/mahmudullah-large20170611132223.jpg)
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন ২২৪ রেকর্ড জুটি। দুইজনেই তুলে নেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর সাকিব উদযাপন না করলেও মাহমুদউল্লাহ ছিলেন কিছুটা আবেগী। ড্রেসিং রুমের দিকে তাকিয়ে ব্যাটে অটোগ্রাফ ধরনের কিছু একটা দেখাচ্ছিলেন আঙুল দিয়ে।
এরপরই শুরু হয় উদযাপনের আড়ালের গল্প নিয়ে আলোচনা। পরে অবশ্য মাহমুদউল্লাহ নিজেই জানিয়েছেন, ব্যাটে তার ছয় বছর বয়সী শিশু সন্তান নিজের নাম লিখে দিয়েছিল। আর বাবাকে বলে দিয়েছিল ব্যাটটা দিয়ে খেলো, ভালো খেলতে পারবা। মাহমুদউল্লাহ সেই ব্যাট দিয়ে খেলেই অসাধারণ এক সেঞ্চুরি করে আবেগ আর ধরে রাখতে পারেননি।
এর আগে ২০১৫ বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির পর গ্যালারির দিকে ফিরে চুমু ছুড়েছিলেন মাহমুদউল্লাহ। দুই হাতের আঙুল এক করে ‘হৃদয়ে’র আকৃতি বানিয়ে দেখিয়েছিলেন। ওই সময় ব্যাপারটি নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও সেটি নিয়ে তেমন কিছু বলেননি মাহমুদউল্লাহ।
এমআর/আরআইপি