‘সকল বাধা পে‌রি‌য়ে হার না মানা এক জয়’


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৯ জুন ২০১৭

যুক্তরাজ্যের ওয়েলসের কা‌র্ডি‌ফ স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক সা‌কিব আল হাসান ব‌লে‌ছেন, এটা সকল বাধা পে‌রি‌য়ে হার না মানা এক জয়।

শুক্রবার কার্ডিফে তার আর মাহমুদউল্লাহর পারফরমেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সাকিব।

বাংলাদেশ সময় রাত ১টা ২৯ মি‌নি‌টে ফেসবু‌ক ফ্যান পেইজে দেয়া এক স্ট্যাটা‌সে সাকিব বলেন,  সকল বাধা পে‌রি‌য়ে হার না মানা এক জয়। বাংলার পাশাপাশি ইং‌রেজিতে স্ট্যাটা‌সে তিনি লেখেন, ‌অ্যান ইমপ্য‌াটিক উইন এগেইন‌স্ট অল অডস।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব ও মাহমুদউল্লাহর রেকর্ড ২২৪ রানের জুটিতে দুই ওভার চার বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য পেরোয় বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সেরা।

এমএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।