বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মোসাদ্দেক


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৯ জুন ২০১৭

তিন বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৪তম ওভারের প্রথম বলে নেইল ব্রুমকে (৩৬) তামিম ইকবালের তালুবন্দি করান তিনি। ওই ওভারের তৃতীয় বলে কোরি অ্যান্ডারসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোসাদ্দেক। অ্যান্ডারসন খুলতে পারেননি রানের খাতাই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৪ ওভার ৬ উইকেট হারিয়ে ২৩১ রান। ২১ রান নিয়ে ব্যাট করছেন জিমি নিশাম। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মিচেল স্যান্টনার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনাই পায় নিউজিল্যান্ড। কিউইদের ওপেনিং জুটি বেশ জমে উঠেছিল। লুক রনকি ও মার্টিন গাপটিলের মধ্যকার এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে লুক রনকিকে সাজঘরে ফেরালেন বাংলাদেশি এই পেসার। তাসকিনের বল মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন রনকি। ১৮ বলে দুটি চারে ১৬ রান করেছেন তিনি।

দেখেশুনেই ব্যাট করছিলেন মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে লুক রনকিকে নিয়ে তোলেন ৪৬ রান। রুবেল হোসেনের কাছে ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন তিনি। গুড লেন্থের বলে ব্যাট চালাতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কিউই ওপেনার। বিদায়ের আগে ৩৫ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেছেন গাপটিল।

তিনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে টানেন কেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে রস টেলরকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটিও পেয়ে যান। ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা উইলিয়ামসন সাজঘরে ফেরেন রান আউটে কাটা পড়ে। রস টেলরের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এ পরিণতির শিকার হন ৫৭ রান করা উইলিয়ামসন।

উইলিয়ামসনের পর ফিফটি তুলে নিয়েছেন রস টেলরও। ওয়ানডেতে টেলরের এটি ৩৭তম হাফ সেঞ্চুরি। ৮২ বলে ৬টি চারের মারে করেছেন ৬৩ রান। তাসকিনের বল স্কুপ করতে গিয়ে ফাইন লেগে মোস্তাফিজের হাতে ধরা পড়েন টেলর।

simge

এদিকে জিতলে আশা টিকে থাকবে। আর হারলে বিদায় নিতে হবে। এমনই এক বাঁচা-মরার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

টস জিতে প্রথমে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশকে পাঠিয়েছেন ফিল্ডিংয়ে। তিনটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি। আউটফিল্ড ভেজা থাকায় টসে হতে বিলম্ব হয়।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।